৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৪১

সুস্থ হয়ে দেশে ফিরেছেন শাহরুখ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩

  • শেয়ার করুন

বলিউড বাদশা শাহরুখ খান লস অ্যাঞ্জেলসে শুটিং করার সময় মঙ্গলবার (৪ জুলাই) আঘাত পেয়েছিলেন। সেখানে অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন তিনি। কিং খানের নাকে অস্ত্রোপচারও করতে হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছিল।

বিপদ কাটিয়ে অবশেষে ভারতে ফিরলেন তিনি। এখন মান্নাতে, নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন বাদশা। সকালেই মুম্বা এয়ারপোর্টে নামতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা। চোখে গগলস। নীল হুডি পরে কিং খান এয়ারপোর্টে নামতেই চারদিকে রব উঠলো- খান সাহাব, মানে-খান সাহেব, খান সাহেব…।

সকাল সাড়ে ৪টায় এক ফাটোশিকারির অ্যাকাউন্ট থেকে শাহরুখ খানের মুম্বাই বিমানবন্দরে নামার ছবি পোস্ট করা হয়। সঙ্গে ছিলেন তার সফরসঙ্গীরা। শাহরুখ পরেছিলেন একটি ছাই-নীল সোয়েটশার্ট, নীল ডেনিম, মাথায় একটি কালো টুপি, চোখে গগলস। তার নাকে কোনো ব্যান্ডেজ দেখা যায়নি।

এ ছবি সামনে আসার পরই ভক্তমহলে হইচই পড়ে যায়। সবাই তার সুস্বাস্থ্য কামনা করেন। অনুরাগীরা আশ্বস্তও হন তাকে ব্যান্ডেজ ছাড়া অবস্থায় দেখে।

শাহরুখের দেশে ফেরার ভিডিওতে উপচে পড়ছে ভক্তদের শুভেচ্ছা। অনেক ভক্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে তার সুস্থতা কামনা করেছেন। একজন ভক্ত লিখেছেন, আল্লাহকে ধন্যবাদ তিনি এখন ভালো আছেন আমি ভালো ঘুমাতে পারছি।

  • শেয়ার করুন