প্রকাশিত: জুলাই ৮, ২০২৩
নারায়ণগঞ্জ নগরের বোয়ালিয়া খাল এলাকায় যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বোয়ালিয়া খালের পাশে ভূঁইয়ারবাগ গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।
নিহত নয়ন সিকদার (১৭) স্থানীয় জালাল সিকদারের ছেলে।
জালাল সিকদার বলেন, ‘আমার ছেলেকে কারা হত্যা করেছে জানি না। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই।’
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান।