৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৫৭

এমপি রেবেকা মমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৩

  • শেয়ার করুন

নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের সহধর্মিণী রেবেকা মমিন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

খবর: বাসস

  • শেয়ার করুন