১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:২৫

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩

  • শেয়ার করুন

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। যার ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার পর এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান শুরু করেন শ্রমিকরা।

জানা গেছে, তিতাস কমিউটার ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা। এ সময় দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন।

ঢাকা রেলওয়ে থানার (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

  • শেয়ার করুন