২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:২০

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ অধিবেশনের শুরু হচ্ছে আজ ২৩ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বিকেল ৩টা ১১ মিনিটে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন।

ওয়াশিংটন ডিসির রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম এবং বাংলাদেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি তার নির্ধারিত হোটেলে অবস্থান করেছেন। এরপর তিনি রোববার ৩টি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জনকণ্ঠকে বলেন, প্রধান উপদেষ্টা সুন্দরভাবে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। প্রথম দিনেই প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করবেন। দেশের অর্থনীতি, গণতন্ত্র, রোহিঙ্গা সমস্যাসমূহ এবারের মিটিংগুলোতে গুরুত্ব পাবে।

এবারই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে পাঁচ রাজনৈতিক নেতা-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা—জাতিসংঘের প্রোগ্রামে এসেছেন।

এদিকে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত বিমানবন্দরে স্বাগত জানাতে জড়ো হয়। আবার আওয়ামী লীগ বিমানবন্দরের ৮নং গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। তবে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছি। পরে আমরা তার নিরাপত্তায় নিয়োজিতদের আশ্বস্ত করেছি যে, যুক্তরাষ্ট্রে যে কোনো ষড়যন্ত্র বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ উপায়ে মোকাবেলা করবে।

তবে ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত এবং আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা শেষ হয়নি।

ড. মোহাম্মদ ইউনূসকে দেশের শত্রু আখ্যায়িত করে তাকে নিউইয়র্কে প্রতিহত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত কয়েকদিন ধরে তারা নিউইয়র্কের বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করেছে। সর্বশেষ আজ রাত আটটায় জ্যাকসন হাইটসে বিএনপির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে নেতাকর্মীদের নিউইয়র্কে আসতে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে শত শত নেতাকর্মী নিউইয়র্কে এসে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটি।

পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন। এছাড়াও আগামী ৩০ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিউইয়র্কে অবস্থান করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আজ বিকেলে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে অবস্থান করবেন। বিএনপি এবং জামায়াতের নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্রের জবাব তারা সর্বোচ্চ ভদ্রভাবে দেবার জন্য প্রস্তুত রয়েছেন। এজন্য তাদেরও নেতাকর্মীদের আজ বিমানবন্দর এবং পরবর্তীতে ৩০ তারিখ পর্যন্ত সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন।

জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।নিউইয়র্ক সময় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানো এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নিউইয়র্কে তাকে প্রতিহত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুক্তরাষ্ট্রে বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসে একটি স্বাগত সমাবেশ হয়। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে প্রায় ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে জ্যাকসন হাইটসে জড়ো হতে শুরু করে। প্রায় ৫০ জনের মতো নেতাকর্মী ইউনূস বিরোধী শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদেরকেও উদ্দ্যেশ্য করে শ্লোগান দেয়। বিএনপি নেতাকর্মীরা তাদেরকে জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলে। এসময় কথা কাটাকাটির এ পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নিউইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট জনকণ্ঠকে বলেন, ইউনূস একজন বিশ্বব্যাপী সমাদৃত লোক। আমরা খুশি যে তার মতো একজন প্রতিভাবান লোক বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক তাকে নানাভাবে অপমান করার সব রকম আয়োজন করছে। আমরা এটি কোনোভাবেই যুক্তরাষ্ট্রে হতে দেবো না।

তিনি অভিযোগ করেন, জ্যাকসন হাইটসে তারা কোনো কারণ ছাড়াই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি গণমাধ্যমকে জ্যাকসন হাইটসের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।

উল্লেখ্য, আজ রোববার বিকেল আড়াইটায় জন এফ. কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসসহ ৬ জন রাজনীতিবিদ নিউইয়র্কে পৌঁছাবেন বলে জানা গেছে।

  • শেয়ার করুন