প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২
পল্লীর আভাস: চট্টগ্রামের সীতাকুণ্ডে ময়মনসিংহগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল বিজয় এক্সপ্রেস ট্রেনটি। সকাল ৯টা ৩৬ মিনিটে ভাটিয়ারী স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনে বেশ যাত্রী ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি দ্রুত সচল করতে কাজ করছেন আমাদের লোকজন। পাশে অন্য লাইন চালু থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।