৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৩৯

হাসপাতালে দীপিকা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সোমবার রাতে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার পর্যন্ত ওই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সেখানে তার নানা রকমের শারীরিক পরীক্ষা করা হয়।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দীপিকা জানান, হঠাৎ তার শরীরে অস্বস্তি শুরু হয়। হার্টবিট বেড়ে বুক ধড়ফড় করে। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে ভর্তি হন।

তবে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে তার টিমের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তিনি মঙ্গলবার রাতে হাসপাতালে ছিলেন নাকি বাসায় ফিরেছেন সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগেও দীপিকা অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। সেই সময় হায়দারাবাদে ছবির শুটিংয়ের সময় অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীপিকার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, চিন্তার বিশেষ কারণ নেই।

 

  • শেয়ার করুন