৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:২৫

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৩ অক্টোবর

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৩ অক্টোবর, রোববার নগরের ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জেলায় শীর্ষ দুটি পদে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে বিশ্লেষণ।

সভাপতি পদে কমিটির বর্তমান সভাপতি আবদুল হাইয়ের পাশাপাশি নাারয়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নাম উঠে এসেছে। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের পাশাপাশি নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর নামও শোনা যাচ্ছে।

জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কাউন্সিলে কেন্দ্রীয় নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। তাই সবকিছু তাদের ওপর নির্ভর করছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বর্তমান কমিটির দুই নেতা ব্যর্থ। তাই কাউন্সিলে পরিবর্তন চাই।’

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলার নেতারা। ২০১৬ সালের ৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৭ সালের ২৫ নভেম্বর ছয়টি পদ শূন্য রেখে নারায়ণগঞ্জে ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।

  • শেয়ার করুন