১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:০২

খুলনায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সোনালী ব্যাংক চত্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম। এতে বক্তব্য দিচ্ছেন বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টায় খুলনায় সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ ডাকে দলটি।

এরপর গত বুধবার মহাসড়কে অবৈধ যান চলাচল ও যেখানে সেখানে বিআরটিসি বাসের কাউন্টার বন্ধে শুক্র-শনি দুদিনের ধর্মঘট ডাকে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতি। এরপর বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শুক্রবার থেকে খুলনায় ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন।

বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে ইচ্ছাকৃতভাবে পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এভাবে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার সকাল থেকেই খুলনার বিভিন্ন জেলার নেতাকর্মীরা মাইক্রোবাস, অটোরিকশাসহ নানা উপায়ে মহানগরে আসতে শুরু করেন। রাতে অনেকে সমাবেশস্থলে রাস্তায় মাদুর, তেরপল পেতে ঘুমান। ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই’, ‘খালেদা জিয়ার মুক্তি চাই’—নানা রকম স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

  • শেয়ার করুন