৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৩৪

যে শব্দগুলো বিশ্বাস করেন না রোহিত শর্মা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২

  • শেয়ার করুন

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, মাত্র ছাড়িয়ে স্নায়ুচাপ।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বীরা।

বিশ্বকাপ মঞ্চে ভারত নাকি পাকিস্তান জিতবে— এ নিয়ে বিশ্লেষণে পাকিস্তানকে ফেভারিট মানছেন অনেকে।

কারণ এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তা ছাড়া সাম্প্রতিক ফল পাকিস্তানের পক্ষে। গত সেপ্টেম্বরে এশিয়া কাপেও ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

এসব জয়-পরাজয়কে সামনে রেখে কে ফেভারিট প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে।

সাংবাদিকদের এ প্রশ্নে অবশ্য স্পষ্ট ভাষাই ব্যবহার করেছেন ভারত অধিনায়ক। তিনি জানালেন, ক্রিকেটে বহুল প্রচলিত দুটি শব্দে বিশ্বাস করেন না।

শনিবার মেলবোর্নের সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘ফেভারিট, আন্ডারডগ—এসব শব্দে আমি বিশ্বাস করি না। আর চাপ শব্দটাও ব্যবহার করতে চাইব না। কেননা চাপ সবসময়ই থাকে। আসলে খেলার দিন মানসিকতা ঠিক রেখে যদি মাঠে না যান, তা হলে আপনি ভালো করতে পারবেন না। আমি বলব, পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কথা বলতে হবে আমাদের। (ভারত ও পাকিস্তান) দুই দলের জন্যই ব্যাটিং-বোলিং দুটিই গুরুত্বপূর্ণ। এমনকি ফিল্ডিংয়ের কথাও ভুলে যাওয়া চলবে না। আমরা জানি যে ওদের বোলিং আক্রমণ ভালো। তবে আমাদের ব্যাটাররা যথেষ্ট অভিজ্ঞ। ’

হিটম্যানের দাবি, ম্যাচের দিন কারা ভালো খেলে, সেটিই হলো আসল বিষয়।

এর পর বাবর আজমের দলের ভূয়সী প্রশংসা করেন রোহিত। বলেন, এই পাকিস্তান দলটা খুবই চ্যালেঞ্জিং। যেসব পাকিস্তান দলের বিপক্ষে আমি খেলেছি, সব দলই ভালো ছিল। গত টি-২০ বিশ্বকাপের ম্যাচের দিনে পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে। এশিয়া কাপেও ওরা ভালো খেলেছে। তবে বিষয়টা নির্ভর করে ম্যাচের দিনের পারফরম্যান্সের ওপর। বিগত বেশ কিছু বছর ধরে সেটাই হয়ে আসছে।’

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

 

  • শেয়ার করুন