৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:২৫

খুলনায় বিএনপির গণসমাবেশে আসা নেতাকর্মীদের বিরুদ্ধে স্টেশন ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসা নেতাকর্মীদের বিরুদ্ধে স্টেশন ভাঙচুরের অভিযোগে মামলা করতে যাচ্ছে স্টেশন কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে স্টেশন মাস্টার জিআরপি থানায় লিখিত অভিযোগ জমা দেন।

স্টেশন মাস্টার মানিক সরকার বলেন, ‘স্টেশন ভাঙচুরের অভিযোগে বিএনপির গণসমাবেশে আসা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে গত রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। রোববার এটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। এ ঘটনায় রেল পুলিশও মামলা করবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতাকর্মীরা দুপুর ১২টার দিকে রেলস্টেশন চত্বরে ভিড় করছিলেন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং স্টেশনের বিভিন্ন জানালা-দরজার কাচ ভেঙে ফেলে। প্রায় আধঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।

  • শেয়ার করুন