৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:২২

শামীম ফাইটার পলিটিশিয়ান,শামীম লিডার অব অ্যাকশন।কাদের

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জে এসে বারবার ইতিহাস মনে পড়ছে। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্ম, ভাষা আন্দোলনের সূতিকাগার এই নারায়ণগঞ্জ। একেএম সামসুজ্জোহার নারায়ণগঞ্জ, মোস্তফা সারোয়ারের নারায়ণগঞ্জ।

মঞ্চে থাকা এমপি শামীম ওসমানকে উদ্দেশ করে তিনি বলেন, আমার কাছে আজ খুব ভালো লাগছে। শামীম ওসমান আপনাদের প্রিয় নেতা, শামীম ফাইটার পলিটিশিয়ান। শামীম লিডার অব অ্যাকশন। তার সঙ্গে নারায়ণগঞ্জের পরপর তিনবার নির্বাচিত মেয়রকে একই মঞ্চে দেখছি। আমার আসা সার্থক হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চেয়ে ভালো, সৎ ও যোগ্য লোক নেই। আগামীতেও বাংলার জনগণ শেখ হাসিনাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। কারণ বাংলার জনগণ চেহারা দেখে ভোট দেয় না, উন্নয়ন দেখে ভোট দেয়। ১৩ বছর আগে দেশে কি ছিল আর এখন কি হয়েছে সেটা জনগণ বুঝে। এর আগে কী দেশে এমন সংকট ছিল? এ সংকট বৈশ্বিক। শেখ হাসিনার ঘুম নেই। শেখ রেহানা এখনো বাসে চেপে যাতায়াত করেন। তাদের ঘুম নেই আপনাদের জন্য, জনগণের জন্য। এটা মনে রাখবেন।

  • শেয়ার করুন