৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৩১

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। তাকে ওই পদে প্রেষণে দায়িত্ব দিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেনা কর্মকর্তা নূরুল আনোয়ার পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

 

গত ৬ অক্টোবর মেজর জেনারেল আইয়ূবকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়েছে সরকার। গত ১৯ দিন ধরে মহাপরিচালক ছাড়াই চলছিল পাসপোর্ট অধিদপ্তর।

 

নতুন এই নিয়োগের পর আগামীকাল বুধবার নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের দায়িত্ব নেওয়ার কথা বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

  • শেয়ার করুন