৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫৬

বিএনপির টেকব্যাক মানে আবারও বিদ্যুৎবিহীন খাম্বা’

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

বিএনপির স্লোগান ‘টেকব্যাক বাংলাদেশ’-এর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির টেকব্যাক মানে আবারও বিদ্যুৎবিহীন খাম্বা, তাদের টেকব্যাক মানে আবারও গ্রেনেড হামলার মতো ষড়যন্ত্র। তাদের টেকব্যাক হচ্ছে— আগুন-সন্ত্রাস, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন।

 

ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন।

 

তিনি বলেন, বিএনপির টেকব্যাক মানে আবারও হাওয়া ভবন-খোয়াব ভবন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ টেকব্যাকের নামে আর সেই অন্ধকারে ফিরে যাবে না।

 

বিএনপি এমন একটি দল, যাদের নেতাদের মুখে মধু অন্তরে বিষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে গণতন্ত্রের বুলি কিন্তু চর্চায় লুটপাট আর সুবিধাবাদ।

 

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ভোটাধিকারের কথা বলে অথচ ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আর সোয়া এক কোটি বেশি ভুয়া ভোটার সৃষ্টি করেছিল। তাই তাদের মুখে মুখে কথামালার মধু ছড়ালেও অন্তরে বিধ্বংসী বিষবাষ্প।

  • শেয়ার করুন