৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৭:১৭

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব জাগপা’র শুভেচ্ছা “যুবদল” তারুণ্য নির্ভর এক শক্তির শ্লোগান

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ঘিরে ও তারুণ্যের দৃষ্টি নন্দিত সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয়, মহানগর, জেলা,উপজেলা, থানা, ওয়ার্ড ও ইউনিট সহ যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন (জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার) অঙ্গসংগঠন যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু , সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা হাসু।

 

যুব জাগপা’র নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের জন্য সংগ্রাম করে ” যুবদল” সবসময় বিজয়ের মশাল হাতে নিয়েছে । স্বাধীনতার পরবর্তী সকল সংকট মোকাবেলা করতে গিয়ে অগণিত যুবদল নেতাকর্মী রক্ত দিয়েছেন। তাদের এই ত্যাগ আজ গণতন্ত্রকে একটি শক্তিশালী বটবৃক্ষে পরিনত করতে সহায়ক ভূমিকা পালন করে চলছে।

 

আমরা আশা করি আওয়ামী লীগ কর্তৃত্ববাদী, একদলীয় বাকশালি শাসন ব্যবস্থা এবং দেশের গণতান্ত্রিক গভীর সংকট থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সেজন্য প্রয়োজন তারুণ্য নির্ভর শক্তির আওয়াজ। সেই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শ্রেয়।

 

যুব জাগপা যুবদলের সাথে এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে মোকাবেলা করার অঙ্গিকার করছে। ।

  • শেয়ার করুন