১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:১১

ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ওপর চাকা দেবে হঠাৎ একটি ট্রাক বিকল হয়ে যায়

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২

  • শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল বুধবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ওপর চাকা দেবে হঠাৎ একটি ট্রাক বিকল হয়ে যায়। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল চলাচল। এ ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহুয়া কমিউটার ট্রেন।

 

উপজেলার ঘুণ্টিঘর এলাকায় শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ ঘটনা ঘটে। মহুয়া কমিউটার ছাড়াও আশপাশের কয়েকটি স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী। আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে টাইলসের কাঁচামাল নিয়ে বরমীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেল সড়ক পারাপারের সময় রেললাইনে ওঠার আগমুহূর্তে ট্রাকটির ডান পাশের পেছনের দুটি চাকা সড়কের ওপর দেবে যায়। এতে ট্রাকের সামনের অংশ রেললাইনের ওপরে গিয়ে ওঠে। ওই সময় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর স্টেশন থেকে শ্রীপুর স্টেশনে যাওয়ার পথে ছিল। এর মধ্যেই দায়িত্বরত গেটম্যান নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি দায়িত্বরদের জানান। পরে দ্রুতগতির ট্রেনটি দুর্ঘটনাকবলিত ট্রাকের খুব কাছাকাছি গিয়ে থেমে যায়। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

 

গেটম্যান মো. মিনহাজ উদ্দিন বলেন, ‘ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় ক্রসিংয়ের পাশেই দেবে যায়। ওই সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তব্যরত শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানাই। একপর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি গিয়ে থেমে যায়।’

 

শ্রীপুরে কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, রেললাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড ও পরিচালককে জানানো হয়। পরে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন তারা। এতে ঢাকাগামী মহুয়া কমিউটার দুর্ঘটনাকবলিত জায়গার পাশে এবং কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

  • শেয়ার করুন