৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪০

পোষা ময়না পাখি’ শিরোনামে আরও একটি গান,আসিফের

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২

  • শেয়ার করুন

বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে। সেই ধারাবাহিকতায় এবার যোগ হচ্ছে ‘পোষা ময়না পাখি’ শিরোনামে আরও একটি গান।

 

‘পোষা ময়না পাখি’ গানটি লিখেছেন গীতিকবি জসিম উদ্দিন আকাশ। গানটির সুর করেছেন এসকে শানু ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ।

 

গানটি নিয়ে উচ্ছ্বসিত আসিফ বলেন, একটি ফিল্মের মতো গান গাইলাম। চমৎকার কথামালা দিয়ে সাজানো গানটি ভালো লাগবে। শ্রোতাদের সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এবারো এর ব্যতিক্রম হবে না। প্রথমবার গাইলাম জসিম উদ্দিন আকাশের লেখা গান। রোহান রাজ ভালো করেছেন সে নতুন প্রজন্মের ভালো মিউজিক কম্পোজার।

 

সুরকার এসকে গানটি সম্পর্কে বলেন, আসিফ আকবর ভাইয়ার কণ্ঠে জসিম উদ্দিন আকাশ ভাইয়ের কথায় ‘পোষা ময়না পাখি’ শিরোনামে চমৎকার হয়েছে।

 

গানটি নিয়ে গীতিকবি জসিম উদ্দিন আকাশ জানান, আমার স্বপ্ন, আমার লেখা গান বাংলাদেশের প্রতিটি শিল্পীর কণ্ঠে বাংলার মানুষের হৃদয়ে গাথা থাকবে। আশা করছি আসিফ ভাইয়ের অন্য গানের মতোই এই গানটিও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

 

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় গানটি মুক্তি পেয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

  • শেয়ার করুন