৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২

  • শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল রোববার ব্রিসবেনে গাব্বায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৯টায়। সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচ জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। ম্যাচের আগের দিন আজ শনিবার বিশ্রামে কাটিয়েছেন সাকিব-আফিফ-সোহানরা।

 

বিশ্বকাপে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মুদ্রার দুই পিটই দেখেছে তারা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে যায় সাকিব আল হাসানের দল। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর জিম্বাবুয়ে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় তারা।

 

জিম্বাবুয়ে-বাংলাদেশের দ্বৈরথ অনেক দিনের। আমেজটাও থাকে চিরপ্রতিদ্বন্দ্বীর। এমন এক ম্যাচের আগে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। এমনকি ম্যাচ ভেন্যুতে গাব্বায় পা পড়েনি সাকিব আল হাসানদের। তবে ম্যাচের আগের দিনের নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন দলের টেকনিক্যাল কনসালন্টে শ্রীধরন শ্রীরাম। কোনো রাখ ঢাক না রেখে তিনি জানিয়ে দেন, প্রতিপক্ষকে সমীহ করছে বাংলাদেশ।

 

তিনি বলেন, ‘আমরা জিম্বাবুয়েকে সমীহ করছি। তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ওই ম্যাচের প্রতিটি বল দেখেছি। যেভাবে তারা পাকিস্তানের বিপক্ষে খেলল এটা অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব তাদের দিতে হবে, পুরো সম্মানও।’

  • শেয়ার করুন