৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৫৮

আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলের আগেই ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলের আগেই ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্রলীগকে সম্মেলনের প্রস্ততি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন।

 

সম্মেলনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে অবহিত করতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলের কেন্দ্রীয় নেতারা।

 

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। বৈঠকে ছাত্রলীগ ছাড়াও মহিলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে কথা হলেও তাদের কেউ এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

 

বৈঠকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানিয়েছেন, ছাত্রলীগ সম্মেলনের জন্য প্রস্তুত আছে।

 

এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রলীগকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই তাদের সম্মেলন অনুষ্ঠিত হবে, সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

তারিখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নেত্রীর কাছে কয়েকটা তারিখ পাঠানো হয়েছে। নেত্রী চূড়ান্ত করার পরই তা জানা যাবে। এর আগে কোনো কিছুই চূড়ান্ত নয়।

 

তিনি আরও বলেন, ২৪ ডিসেম্বরের আগে মেয়াদোত্তীর্ণ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে আশা করছি, নেত্রী দু-এক দিনের মধ্যে সম্মেলনের তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেবেন।

 

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিজয়ের মাসে আমাদের জাতীয় সম্মেলনের আগেই ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সকল সহযোগী সংগঠনের সম্মেলন হবে। প্রস্তুতি নিতে বলার জন্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বসা হয়েছিল। তবে কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি।

  • শেয়ার করুন