১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৫৩

চাকরির জন্য লাগাতার অবস্থানে ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২

  • শেয়ার করুন

চাকরির জন্য লাগাতার অবস্থানে ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা। আগের নিয়মে নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে এরই মধ্যে পাঁচ দিন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান করেছেন তারা। তাদের লাগাতার অবস্থানের পরও নীরব পিএসসি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

 

দাবি না মানায় গত ৩০ অক্টোবর পিএসসির সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। প্রথম দিন রাত পর্যন্ত অবস্থান নেন তারা। দ্বিতীয় দিন সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে মোমবাতি প্রজ্বালন করেন। তৃতীয় দিনে পুলিশের বিরুদ্ধে তাদের ওপর লাঠিপেটার অভিযোগ ওঠে। চতুর্থ দিনে দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে ও জাতীয় পতাকা হাতে অবস্থান নেন। পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার ছিল সাংস্কৃতিক কর্মসূচি।

 

নন-ক্যাডারপ্রত্যাশী মাসুম আলম বলেন, ‘বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করি। এর মধ্যে ছিল জেলহত্যা দিবস উপলক্ষে এক মিনিটের নীরবতা, ফুল দিয়ে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো, পিএসসি প্রাঙ্গণের ময়লা পরিষ্কার, মুলা ঝুলিয়ে প্রতীকী ব্যঙ্গ, প্রতিবাদী নাটক, বিতর্ক ইত্যাদি।’

 

আন্দোলনকারীরা জানান, কর্মসূচির প্রথম দিনে পিএসসির চেয়ারম্যান সহকারী পরিচালক পাঠিয়েছেন। এর বাইরে এখন পর্যন্ত পিএসসির দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। উল্টো তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ লাঠিচার্জ করেছে।

 

নাম প্রকাশ না করার শর্তে এক চাকরিপ্রত্যাশী বলেন, ‘পিএসসি আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। পুলিশ দিয়ে মামলা-হামলার ভয় দেখাচ্ছে।’

 

চাকরিপ্রত্যাশীরা জানান, আজ শুক্রবার অশুভ অপতৎপরতার বিরুদ্ধে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে সমবেত জাতীয় সংগীত, দুর্নীতিবিরোধী শপথ, প্রতিবাদী গান, কবিতা পাঠ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরণ অনশন করা হবে।

 

এ বিষয়ে জানতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

  • শেয়ার করুন