প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় , রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে আন্দোলনের নামে বাংলাদেশের রাজনীতির দুই অপশক্তি বিএনপি-জামায়াতের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক এই অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।