প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২
প্রকাশিত:
মাদকাসক্ত ও সরকার বিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার গুঞ্জনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৭ নভেম্বর) রাতে কমিটিতে ঘোষণার খবরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। এবং বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্চিত করার ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।
বিক্ষোভকারীরা জানান, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সমন্বয়ে কমিটি চূড়ান্ত হওয়ার খবর জানা গেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে শীর্ষ অপরাধীদের দিয়ে কমিটি করার পায়তারা চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের।