৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:০০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশ চলছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে এ সমাবেশ শুরু হয়।

 

বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি করছে স্বেচ্ছাসেবক দল।

 

সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তৃতা করবেন।

 

এর আগে সমাবেশ উপলক্ষে ঢাকা মহানগরীসহ ঢাকার আশপাশের জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দুপুর থেকেই নয়াপল্টনে সমাবেশস্থলে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকে।

  • শেয়ার করুন