৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:২৬

ছাত্রলীগের ৩০তম সম্মেলন পূর্ব ঘোষিত ৩ ডিসেম্বর হচ্ছে না

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন পূর্ব ঘোষিত ৩ ডিসেম্বর হচ্ছে না বলে জানা গেছে। আজ মঙ্গলবার গণভবনে কয়েকটি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এমন নির্দেশনা দেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

 

সভা সূত্র জানায়, ডিসেম্বরের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। পরবর্তী সম্মেলনের তারিখ ৮ ডিসেম্বর চূড়ান্ত করা হতে পারে।

 

এর আগে, ২৮ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।

 

ডিসেম্বরের ৪ তারিখ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সংগঠনগুলোর সম্মেলনের চূড়ান্ত তারিখের ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

উল্লেখ্য, ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের মে মাসে।

  • শেয়ার করুন