৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৫০

আট বছর পর আজ বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

আট বছর পর আজ বুধবার শুরু হতে যাচ্ছে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা হাজির হয়েছেন সার্কিট হাউজ মাঠে সমাবেশস্থলে।

 

সমাবেশ ঘিরে বেশ কিছু দিন আগে থেকেই নেতাকর্মীদের মাঝে দেখা যায় নানা রকম উৎসাহ-উদ্দীপনা। পদপ্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে পুরো শহর। বিভিন্ন উপজেলার অনেক কাউন্সিলর ও ডেলিগেট জেলা শহরে চলে আসেন এক দিন আগেই। শহরে তৈরি হয়েছে এক ধরনের উৎসবের আবহ।

 

তালতলী উপজেলা আওয়ামী লীগের নেতা আলম কবীর বলেন, ‘দলের প্রতি আবেগের কারণে আগেই চলে এসেছি। জেলার নেতারা জানিয়েছেন, এই সম্মেলন হবে অর্ধ লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর মিলনমেলা।

 

সম্মেলন শুরুর আগ মুহূর্তেও আলোচনার মূল বিষয় হলো, কাদের হাতে যাবে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব। কারা হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

সার্কিট হাউজ মাঠে আয়োজন করা হয়েছে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।

 

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘১৯৭৫ সাল থেকে আমরা আওয়ামী লীগের জন্য, জনগণের জন্য সংগ্রাম করেছি। এখন জীবনের শেষ প্রান্তে এসে পড়েছি। দেশ ও দলের জন্য যারা নিবেদিতপ্রাণ, তারা যেন নতুন কমিটিতে জায়গা পায়।’

 

ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানী চিনু।

 

বরগুনা জেলা শাখার সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

 

২০১৪ সালের ১৫ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর থাকলেও ৮ বছর পার হয়ে গেছে। সম্মেলনের জন্য তিনবার দিন ঠিক করা হলেও নানা কারণে পিছিয়ে যায়।

  • শেয়ার করুন