৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:২৫

৯ বছর বয়সী নিজের মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে এসেছেন কিম জং উন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

ব্যক্তিগত জীবন বরাবরই গোপনীয়তায় ঢেকে রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এবার সেই গোপনীয়তার খোলস ছেড়ে ৯ বছর বয়সী নিজের মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে এসেছেন তিনি।

 

দেশটির সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ শুক্রবার একটি ছবি প্রকাশ করেছে। তাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ে জুয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কিমকে। এর আগে কখনো কিমকন্যাকে প্রকাশ্যে দেখা যায়নি। খবর আলজাজিরার।

 

এর আগে ২০১৩ সালে কিমের ঘনিষ্ঠ আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান জুয়ের জন্মের খবর জানিয়েছিলেন। তবে গতকালের আগে জু কখনোই জনসমক্ষে আসেননি। ২০১৭ সালে কিমের একটি ছেলেসন্তান হওয়ার ‘খবর’ প্রচারিত হলেও তার সত্যতা এখনো জানা যায়নি।

  • শেয়ার করুন