প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২
সিদ্ধান্ত নিয়েছেন বলতে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার কথা পাকাপাকিও হয়ে গেছে। রেড ডেভিলসরা ৭০ মিলিয়ন ইউরোতে (প্রায় ৬৭০ কোটি টাকা) দলে ভেড়াতে প্রস্তুত কাসেমিরোকে।
ইংলিশ ও স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাসেমিরোর মেডিকেল টেস্ট সম্পন্ন করে ফেলতে চায় ইউনাইটেড, যাতে করে তাকে খুব দ্রুতই মাঠে নামানো যায়।
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি এখন নিশ্চিত করলেন, কাসেমিরো আর ক্লাবে থাকছেন না, রোববার লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠে নামবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
আনচেলত্তি বলেন, ‘আমি কাসেমিরোর সঙ্গে কথা বলেছি। সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। আমি তার সিদ্ধান্তটা বুঝতে পারছি। আলাপ-আলোচনা চলছে, কিন্তু সে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’