প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২
প্রথম ম্যাচে হেরে গিয়েছিল দুই দলই। ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। অন্যদিকে সাদিও মানেহীন সেনেগাল খুব ভালো খেলেও প্রথম ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। হেরে যাওয়া দুটি দল আজ নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ।
আজ (শুক্রবার) যে দল হারবে, তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। দোহার আল থুমামা স্টেডিয়ামে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে কাতার আর সেনেগাল।
কাতার একাদশ (৫-৩-২)
বারশাম (গোলরক্ষক), পেড্রো মিগুয়েল, মোহাম্মদ, বুয়ালেম খোউখি, আবদেল কারিম হাসান, হোমাম আহমেদ, হাসান আল-হায়দোস, করিম বোদিয়াফ, মাদিবো, আলমোয়েজ আলি, আকরাম আফিফ।
সেনেগাল একাদশ (৪-২-৩-১)
এডুয়ার্ডো মেন্ডি(গোলরক্ষক), ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, জ্যাকবস, আবদু দিয়ালো, নাম্পালিস মেন্ডি, ইদ্রিসা গুইয়ে, ক্রেপিন দিয়াত্তা, ডাইডহিউ, ইসমাইলা সার,বৌলায়ে দিয়া।