প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২
প্রকাশিত:
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামে সন্তান প্রসবের পরের দিন এসএসসি পরীক্ষা দেওয়া হাসিনা আক্তার জিপিএ ৫ পেয়েছে। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৫ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায়।
হাসিনা খানম উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী। সে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
পরীক্ষার্থীর হাসিনার মা সাজেদা বেগম বলেন, ২০২১ সালে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সঙ্গে বিয়ে হয় হাসিনার। এসএসসি পরীক্ষার সময় গর্ভধারণ করায় সে বাবার বাড়িতে আসে। প্রথম পরীক্ষার আগের রাতে তার মেয়ে হাসিনার প্রসব ব্যথা ওঠে। পরে ঘরেই স্বাভাবিকভাবে ছেলেসন্তানের জন্ম দেয় সে এবং পরের দিন সকালে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সাজেদা আরও জানান, পরীক্ষায় হাসিনা জিপিএ ৫ পাওয়ায় পরিবারের সবাই অনেক খুশি। হাসিনা কলেজে ভর্তি হবে এবং তার স্বামী রায়হানও তার লেখাপড়ার বিষয়ে খুব আগ্রহী।
দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, তাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হাসিনা অনেক মেধাবী শিক্ষার্থী। সে পরীক্ষার প্রথম দিন রাতে সন্তান প্রসব করে পরের দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেই পরীক্ষায় সে জিপিএ ৫ পেয়েছে।