৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:২৯

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত তিন দিনের জোড় ইজতেমা সম্পন্ন

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২

  • শেয়ার করুন

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত তিন দিনের জোড় ইজতেমা সম্পন্ন হয়েছে। আজ রোববার বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় এই ইজতেমা।

 

বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা হিসেবে পরিচিত এই জোড় ইজতেমায় এক থেকে তিন চিল্লা সম্পন্ন করেছে এমন মুসল্লিই অংশ নিয়ে থাকেন।

 

তাবলীগের শীর্ষ মুরব্বিদের ধর্মীয় বয়ান আর ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে ময়দানে সময় কাটিয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা। এ ছাড়া আমেরিকা, কানাডাসহ কয়েকটি দেশের মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেন।

 

উল্লেখ্য, দু’বছর পর এবার দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং মাঝে চারদিন বিরতি দিয়ে ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

  • শেয়ার করুন