১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৫৯

২১ আগস্ট মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টের শুনানি শুরু 

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২

  • শেয়ার করুন

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টের শুনানি শুরু হয়েছে। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে গতকাল সোমবার এ শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ওপর বক্তব্য দেন।

 

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ নেতাকর্মী। এ গ্রেনেড হামলা মামলার বিচার শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আরও ১১ জনকে।

 

ওই বছরের ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও জেল আপিলও পৌঁছায় হাইকোর্টে। গতকাল এগুলোর ওপর শুনানি শুরু হয়।

 

ফৌজদারি মামলায় বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দিলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন, যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। গত বছরের ১৬ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক বিজি প্রেস থেকে তৈরির পর উচ্চ আদালতে পৌঁছায়।

  • শেয়ার করুন