সোমবার বিসিবি এক বার্তায় জানিয়েছে, ২৩ বছর বয়সী ওপেনারকে দলে যুক্ত করা হয়েছে। ৩৪ টি-২০ খেলা এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ থেকে মঙ্গলবার সরাসরি দুবাই দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁ-হাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। তিনি জানান, দলে চারজন পেসার আছে। তাদের কেউ ইনজুরিতে পড়লে শরিফুল বা মৃত্যুঞ্জয়কে ডাকা হবে।

আমিরাতে অনুষ্ঠানে এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ টাইগারদের। ওই আসরের জন্য মঙ্গলবার দেশ ছাড়বেন ক্রিকেটাররা।

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, পারভেজ ইমন, মোহাম্মদ নাঈম শেখ।