প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২
কিশোরগঞ্জের ভৈরবে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন ও আগানগর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বিলে স্থানীয়রা অজ্ঞাতপরিচয় শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। ওই শিশুর আনুমানিক বয়স ছয় মাস। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এরপর রাত সাড়ে ১০টার দিকে আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় বাড়ি থেকে তিন্নি নামের ১১ বছর বয়সী স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিন্নি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
ভৈরব থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।