৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৩১

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে কীভাবে তারা সময় কাটাছেন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কীভাবে সময় কাটছে তা জানিয়েছেন উভয় নেতার স্ত্রীরা। তারা জানান, বই পড়ে সময় কাটাচ্ছেন বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাস।

আজ বুধবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই নেতার সঙ্গে তাদের সহধর্মিণীরা সাক্ষাতের পর এ কথা জানান। টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, আজকে সশরীরে সাক্ষাৎ করেছি। কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সেই বই এখন কারাগারে তার প্রতিদিনের সঙ্গী। আপনি জানেন, তিনি এক শিক্ষক মানুষ। বই পড়া তার প্রতিদিনের অভ্যাস।

শারীরিক অবস্থা ‘মোটামুটি’ উল্লেখ করে তিনি বলেন, মনোবল দৃঢ় আছে, মোটামুটি আছে। জানেন তো এমনিতে তার অসুস্থতা আছেই। দোয়া করবেন। কিছু ওষুধপত্রও দেওয়া হয়েছে বলে জানান রাহাত আরা।

তিনি জানান, গত কয়েকদিন কারাগারে তার ‘কষ্ট’ করতে হয়েছে। সোমবার রাতে ডিভিশন কক্ষ প্রদান করা হয়।

উল্লেখ্য, মির্জা ফখরুল এই সরকারের আমলে আরও পাঁচবার কারাগারে গেছেন। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৮৭।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও একই কারাগারে রয়েছেন। বুধবার সকালে কারাগারে তার সহধর্মিণী আফরোজা আব্বাসও স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি বলেন, ‘উনার শরীরটা একেবারেই ভালো না। গত কয়েকদিন কঠিন কষ্টের মধ্যে তাকে দিনযাপন করতে হয়েছে। প্রথম দিন থেকে তিন দিন মহাসচিব এবং উনাকে নর্মাল কয়েদিদের সঙ্গেই ফ্লোরে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে। গতকাল রিট করার পর উনাদেরকে ডিভিশন দেওয়া হয়।’

আফরোজা আব্বাস জানান, আজকে রাজনৈতিক ও মেডিকেল সায়েন্সের কিছু বইপত্র এবং কোরআন শরিফ দিয়ে এসেছি। ওষুধপত্র দেওয়া হয়েছে। শারীরিকভাবে খুব একটা ভালো না হলেও মানসিক শক্তি ও মনোবল দৃঢ় আছে। নেতাকর্মীদের খোঁজ-খবরও জেনেছেন তিনি।

জানা গেছে, তিন দিন ডিভিশন না পাওয়ায় রোববার কারাগারের বাথরুমে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছেন মির্জা আব্বাস।

গত শুক্রবার ভোর রাতে ৩টার দিকে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা ৫৭। ১/১১ সময়ে গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও কয়েক দফা কারাগারে যান মির্জা আব্বাস।

  • শেয়ার করুন