৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৭

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খোলা সুপার পাম অয়েলের দাম লিটারে ৪ টাকা কমানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এক পরিপত্রে এ নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ১৯২ টাকা নির্ধারণ করা আছে। ১৮ ডিসেম্বর থেকে এর দাম হবে সর্বোচ্চ ১৮৭ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৬৭ টাকা, যা এতদিন ছিল সর্বোচ্চ ১৭২ টাকা। খোলা পাম সুপার অয়েলের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১১৭ টাকা। এখন প্রতি লিটারের দাম ১২১ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর নিত্যপণ্য আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে একটি সভা হয়। সভায় পরিশোধিত সয়াবিন তেল ও সুপার পাম অয়েলের নতুন এ দামের বিষয়ে সব পক্ষ মত দিয়েছে।

  • শেয়ার করুন