১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩৭

বঙ্গবন্ধু দায়িত্ব নেওয়ার পর ১০ বছর বেঁচে থাকতে পারলে বাংলাদেশ হতো উন্নত-সমৃদ্ধ দেশ:প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর ১০ বছর বেঁচে থাকতে পারলে বাংলাদেশ হতো উন্নত-সমৃদ্ধ দেশ। আমরা তখনই বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারতাম। কিন্তু ’৭৫-এর ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাতে থেমে যায় উন্নয়নের অগ্রযাত্রা।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি জেলায় ১০০টি মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া কত দেশকে দৃষ্টান্ত হিসেবে দেখি। প্রকৃতপক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন, তার হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকত, তাহলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ হতো বিশ্বের কাছে দৃষ্টান্ত। কিন্তু ঘাতকদের কারণে সেটা হতে পারেনি।

২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করি।

  • শেয়ার করুন