প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুলাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব বলেন, ২০১৬ সালের ৩ মার্চ দুপুর সাড়ে ১২টায় সদরের শহীদনগর ডিয়ারা শুকুমপট্টি এলাকায় নিজ ঘরে দুলাল হোসেন শিশুটিকে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।