১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:৩৪

টুঙ্গীপাড়ায় পৈতৃক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই দিনের ব্যক্তিগত সফরে গিয়ে উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার সকালে সরকারপ্রধান নিজের পৈত্রিক জমি পরিদর্শন করেন।

 

জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।

 

এ সময় প্রধানমন্ত্রী সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।

  • শেয়ার করুন