৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:১২

কুলাউড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন থেকে রুমা মুন্ডা (১৮) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

রুমা দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের বৈঠাং জালাই গ্রামের কালিচরণ মুন্ডার মেয়ে রুমা মুন্ডা শুক্রবার বিকাল থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাকে পায়নি পরিবার। শনিবার সকালে বরান্দায় তার লাশ ঝুলতে দেখা যায়।

 

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মুত্যুর কোনো কারণ নিশ্চিত হওয়া যায়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন