৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:০০

আগামী দুই দিন বাড়তে পারে শৈত্যপ্রবাহ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩

  • শেয়ার করুন

শীতে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে দেশের ২৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিন জেলায় চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। এরই মধ্যে জানা গেছে, আগামী দুই দিন বাড়তে পারে শৈত্যপ্রবাহ। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় এই শৈত্যপ্রবাহ বহমান ছিল। শৈত্যপ্রবাহ কাল ও পরশু গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল বিভাগের কিছু জেলায় আসতে পারে।

আজ দেশের চুয়াডাঙ্গা, যশোর ও পাবনা জেলাতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। ফলে চলতি বছরে প্রথমবারের মত তিনটি জেলাতে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল যৌথভাবে যশোর ও চুয়াডাঙ্গা জেলায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত থাকতে পারে।

  • শেয়ার করুন