৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২১

বিএনপি-আ.লীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (৩১ আগস্ট) রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বলেন, ?‘আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা সুয়াগাজির একই স্থানে সমাবেশ আয়োজন করেছে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এছাড়া এই এলাকা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘অনিয়ম আর জুলুমের সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু আওয়ামী লীগ সেটা প্রশাসন দিয়ে আটকে দিয়েছে। আমরা পরবর্তী কর্মসূচির পরিকল্পনা করছি।’

সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সরওয়ার বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল। এর মধ্যে নৈরাজ্যবাদী বিএনপিও বিক্ষোভ সমাবেশ ডাক দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তাই আমরা কর্মসূচি করিনি।’

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ চৌধুরী জানান, সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে সমাবেশ ডেকেছে। এ কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ওই এলাকায় মাইকিং করে জানানো হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • শেয়ার করুন