১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৯:২৬

বিএনপি দেশে ফের ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে:কাদের

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপি দেশে ফের ওয়ান ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতেই তাদের এই পাঁয়তারা বলে দাবি করেন তিনি।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন কৃষকদের কোনো সমস্যা হবে না : হুইপ স্বপন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও ভোটে জেতার আশ্বাস না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অশুভ খেলায় মেতে উঠেছে। বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ডা. দীপু মনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন