৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৪

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশের নারীরা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২

  • শেয়ার করুন
পল্লীর আভাস : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব উৎরাতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সেই বাছাই পর্বের সূচিই ঘোষণা করেছে আইসিসি। আরব আমিরাতের আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে। যেখানে বাংলাদেশসহ মোট আটটি দেশ অংশ নেবে দুটি জায়গা নিশ্চিত করার জন্য।

১৮ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। বাংলাদেশছাড়াও এ পর্বে অংশ নেবে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড এবং থাইল্যান্ড।

বাংলাদেশের জন্য কঠিন গ্রুপই বলা যায়। ১৮, ১৯ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২৫ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে প্রতিযোগী দুই দলই সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড।

  • শেয়ার করুন