১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৪৯

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩

  • শেয়ার করুন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ সোমবার সকালে এই সৌজন্য সাক্ষাৎকারের বিষয়টি জানান বিএসএমএমইউর উপাচার্য।

রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন। এ সময় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ সমান করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন। এ ছাড়া উপাচার্য রাষ্ট্রপতিকে বিএসএমএমইউর স্থানাভাবের বিষয়টি তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোনো বাসস্থান নেই। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় তাদের জন্য নিজস্ব বাসস্থান অতি প্রয়োজন।’

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।

  • শেয়ার করুন