প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের চাকা ভেঙে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে বগিটি উদ্ধার করা হয়। এতে সাত ঘণ্টা পর খুলনা জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে গতকাল রোববার রাত ৭টা ৪০ মিনিটের দিকে ট্রেনের চাকা ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকেই খুলনা জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী ২৬ নম্বর নকশীকাঁথা লোকাল ডাউন ট্রেনটি কালীগঞ্জের সুন্দরপুরে পৌঁছালে ট্রেনের একটি চাকা ভেঙে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় যাত্রীরা বিপাকে পড়েন।