প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত ওই মুসল্লির নাম আবু তাহের (৬৫)। এ নিয়ে এ পর্বে ৬ মুসুল্লির মৃত্যু হল। শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে আবু তাহেরের মৃত্যু হয়।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী সায়েম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আবু তাহের কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে ইজতেমা মাঠেই তার মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে।
এর আগে ইজতেমার দ্বিতীয় পর্বে গত দু’দিনে আরও ৫ পাঁচ মুসল্লির মৃত্যু হয়। এদের সবাই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।