৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৩৬

লক্ষ্মীপুরে সাংবাদিককে মারধর, র‌্যাব সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদকর্মী মো. মাসুদ হোসেনকে মারধর করার মামলায় র‌্যাব সদস্য হানিফ মিয়াকে জামিন দিয়েছেন আদালত৷

মঙ্গলবার দুপুরে বাদীর আইনজীবী আনোয়ার হোসেন ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী ফিরোজ জানান, সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা হানিফ মিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে একই দিন দুপুরে একই আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুনরায় জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে জামিন দেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৩ নভেম্বর সাংবাদিক মাসুদ বাদী হয়ে হানিফ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিচারক তখন অভিযুক্তদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন। সোমবার তারা আদালতে হাজির হন। এ সময় তারা জামিন আবেদন করেন।

মামলার বাদী মাসুদ দৈনিক জনতার রায়পুর প্রতিনিধি। তিনি জানিয়েছেন, হানিফ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের দক্ষিণ সাগরদি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। হানিফ র‌্যাবের এএসআই হিসেবে প্রধান কার্যালয়ে মিডিয়া বিভাগে কাজ করেন।

এজাহার সূত্র জানায়, গত বছর ১০ নভেম্বর দক্ষিণ সাগরদি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল হোসেনদের ওপর হামলা চালায় হানিফ মিয়াসহ তার লোকজন। ৯৯৯-এ কল পেয়ে তখন ঘটনাস্থল পৌঁছে তাদের হাত থেকে বিল্লাল ও তার স্বজনদের বাঁচায় পুলিশ। সংবাদ সংগ্রহের কাজে মাসুদও ঘটনাস্থল যায়। এ সময় বিল্লালদের অভিযোগ অনুযায়ী হানিফ মিয়ার কাছে বক্তব্য জানতে চাওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফসহ অভিযুক্তরা মাসুদের ওপর হামলা করে বলে অভিযোগে বলা হয়েছে।

  • শেয়ার করুন