৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৩৭

টিসিবির জন্য ১৯৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩

  • শেয়ার করুন

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। মোট ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায় এ দুই পণ্য কেনা হচ্ছে।

গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ দুটি ক্রয়বিল প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব পাস হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায় উন্মুক্ত পদ্ধতিতে সয়াবিন তেল ও মসুর ডাল কেনা হচ্ছে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৭৬ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ১৭৭ টাকা। মেঘনা এডিবল অয়েল রিফাইনারি তেল সরবরাহ করবে। তিনি আরও জানান, ৮ হাজার টন মসুর কেজিপ্রতি ৯১ টাকা ৬০ পয়সায় কেনার প্রস্তাব পাস হয়েছে। এতে দাম পড়বে ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রমজানে পণ্য সরবরাহে কোনো ঘাটতি হবে না। তাই গ্রাহকদের একসঙ্গে অনেক পণ্য কিনে মজুত করারও প্রয়োজন হবে না।

  • শেয়ার করুন