১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৩১

আজ কৃষিবিদ দিবস

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩

  • শেয়ার করুন

আজ সোমবার, দেশজুড়ে পালিত হচ্ছে কৃষিবিদ দিবস। ১৯৭৩ সালের এই দিনে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি স্মরণীয় করে রাখতে ২০১১ সাল থেকে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস পালন হয়ে আসছে।

দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

দিবসটি উপলক্ষে কেআইবি এক আলোচনা সভারও আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও কৃষিবিদ দিবস উপলক্ষে এদিন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

  • শেয়ার করুন