৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:২০

শেহজাদকে নিয়ে শাকিবের বাড়িতে বুবলী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

ভালোবাসা দিবসে বিশেষ বার্তায় নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী বুবলী। মঙ্গলবার পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে তোলা চারটি ছবি ফেসবুক পেজে শেয়ার করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।

জানা গেছে, ছবিগুলো শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ তোলা। ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে আছেন বুবলী।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

  • শেয়ার করুন